Logo

ক্যাম্পাস

চাকসু নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়বেন ২ নারী

Icon

আব্দুল্লাহ আল নাঈম, চবি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩

আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২

চাকসু নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়বেন ২ নারী

দীর্ঘ ৩৬ বছর পর আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও চট্টগ্রাম শহরে অবস্থিত হোস্টেল সংসদ নির্বাচন। এবারের ছাত্র সংসদ নির্বাচনে দপ্তর সম্পাদক পদে ১৩টি প্যানেলের মধ্যে দুটি প্যানেল থেকে লড়বেন দুই নারী প্রার্থী।

তাদের মধ্যে একজন ‘ভয়েস অফ সিইউ’ নামক প্যানেল থেকে দপ্তর সম্পাদক পদপ্রার্থী মুসলেমা খানম আঁখি। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামক প্যানেল থেকে সহ-দপ্তর সম্পাদক পদে ভোটে লড়বেন জান্নাতুল আদন নুসরাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী।

‘দপ্তর সম্পাদক’ পদ নিয়ে কেন আগ্রহী হলেন— এমন প্রশ্নের জবাবে প্রার্থী মুসলেমা খানম আঁখি বাংলাদেশের খবরকে বলেন, আমার একটা বিশেষ আগ্রহের জায়গা ছিল। পূর্বের চাকসু গঠনতন্ত্র নিয়ে ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদের মুখে যখন দপ্তর সম্পাদক পদটি সংশোধন করে উন্মুক্ত করে, তখন থেকেই মূলত এই আগ্রহের সৃষ্টি হয়েছে।

জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা পালন করেছেন উল্লেখ করে আঁখি জানান, চব্বিশের গণ-অভ্যুত্থানের অনেক আগে থেকেই তিনি ছাত্র-ছাত্রীদের পাশে থেকে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করছেন। এবং সেই সাথে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের যে যোগাযোগের সমন্বয় করা, সেটিও করেছেন বলে জানান আঁখি।

এ বিষয়ে শিবির সমর্থিত প্যানেলের সহ-দপ্তর সম্পাদক পদপ্রার্থী জান্নাতুল আদন নুসরাত বাংলাদেশের খবরকে বলেন, আমি একটি ডিজিটাল প্রোফাইলের অভাব অনুভব করি। যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর অধিকার, অভিযোগ, পরীক্ষা, বৃত্তি, ফি, হল, পরিবহন সম্পর্কিত তথ্যের একীভূত তথ্যভাণ্ডার (তথ্যভাণ্ডার ডাটাবেইজ) থাকবে। একজন শিক্ষার্থীর প্রত্যেক অভিযোগ (হয়রানি, দুর্নীতি, বৈষম্য) সিক্রেট কমপ্লেইন্ট সেলে জমা দেওয়ার সুযোগ থাকবে। টিউটোরিয়াল, স্কলারশিপ, বিদেশে পড়াশোনা সংক্রান্ত তথ্য নথিভুক্ত করে শিক্ষার্থীদের জন্য সহজপ্রাপ্যতা নিশ্চিত হবে। সেই সাথে গবেষক ও থিসিস শিক্ষার্থীদের জন্য ডেটা সাপোর্ট সেল হবে। 

লেনদেনে আধুনিকায়নের নীতি গ্রহণ করবেন বলে তিনি আরও বলেন, ‘লাঞ্চের পর আসেন’ বলে প্রশাসনিক ভবনের কাজের দীর্ঘসূত্রিতার ব্যাপারটা বন্ধ হোক, সেটি চাই। ব্যাংকিং সিস্টেমে অনলাইনে টাকা জমা দেওয়ার বদলে লাইনে দাঁড়িয়ে থাকার বিষয়টির অবসান, ডিপার্টমেন্টে কারো নামে ভুল হলে সময়, শ্রম ও অর্থ নষ্ট হওয়ার যে বিড়ম্বনা, সেটা নিয়ে কাজ করতে চাই, কারণ এটা আসলেই দরকার। 

বিড়ম্বনা ও ঘুসের নীতি বন্ধ করবেন উল্লেখ করে জান্নাতুল আদন নুসরাত বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল আয়-ব্যয়ের হিসাব নিশ্চিত করতে চাই। হল অ্যাটাচমেন্ট পরিবর্তন করার ক্ষেত্রে বিড়ম্বনা বন্ধ করতে হবে। যেকোনো কাজে প্রভোস্টের সাইনের জন্য ২০ টাকা উৎকোচ (ঘুস) দেওয়ার রীতি বন্ধ করতে চাই। এমন নানা সমস্যায় পড়ে এবং অন্যদের ফেইস করতে দেখে আমি মূলত সহ-দপ্তর সম্পাদক পদে মনোনয়ন জমা দিই, যাতে এসব নিয়ে কাজ করতে পারি।

চাকসুতে এই পদ নিয়ে এত আলোচনা কেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দপ্তর সম্পাদক পদটি নারীদের বাদ দিয়ে শুধু পুরুষ শিক্ষার্থীদের জন্য নির্ধারিত করায় এ নিয়ে এর আগে চাকসু মতবিনিময় সভায় বেশ তর্কযুদ্ধ হয়েছে চাকসু গঠনতন্ত্র সংস্কার কমিটি ও ক্যামপাসের ছাত্র রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে। কারণ, চাকসুর গঠনতন্ত্রে এই পদটি শুধু পুরুষ শিক্ষার্থীর জন্য নির্ধারিত ছিল। এ বছর সেটি সংস্কার করে নারী-পুরুষ উভয়ের জন্যই সমান সুযোগ তৈরি করা হয়েছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, দপ্তর সম্পাদক পদে শুরুতে কোনো নারী প্রতিদ্বন্দ্বী দেয়নি ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার, ইসলামী ছাত্র আন্দোলন কিংবা বাম ছাত্রসংগঠনের কোনো নির্বাচনী জোট। পরে এই বিষয়টি জানাশোনা হলে সমালোচনা এড়িয়ে যেতে ছাত্রশিবির তাদের জোটে সহ-দপ্তর সম্পাদক পদে পরে একজন নারী শিক্ষার্থীকে মনোনয়ন দিয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় ছাত্র সংসদে দপ্তর সম্পাদক পদটি ছাত্রদের জন্য নির্ধারিত রাখার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ‘নারী বিদ্বেষী’ আখ্যা দিয়েছিল ক্যাম্পাসে বিদ্যমান ছাত্রসংগঠনগুলো। 

উল্লেখ্য, এখন পর্যন্ত চাকসু নির্বাচন ঘিরে ১৩টি ‘নির্বাচনী জোট’ গঠন করা হয়েছে। দিনশেষে প্রত্যেক প্যানেলের নামের তালিকা ঘেঁটে দেখা গেছে সকলেই একজন পুরুষ শিক্ষার্থীকে তাদের দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত করেছেন, কোনো নারী শিক্ষার্থীকে নন। সেই জায়গা থেকে ‘ভয়েস অব স্টুডেন্ট’ ও শিবির সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য জোট’ নারী শিক্ষার্থীকে অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছে সংগঠন দুটির মুখপাত্ররা।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর