৭ বছর পর গকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোট উৎসব

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৭

ছবি : বাংলাদেশের খবর
সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৩টা পর্যন্ত।
এবারের নির্বাচনে ১৯টি কেন্দ্রে নারী-পুরুষ শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। দিন শেষে গণনা শেষে রাতেই ফল ঘোষণা করা হবে।
আইন বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী রিজওয়ানা আফরিন রিচি বলেন, ‘আজ আমাদের প্রথম ভোট। সবকিছু সুষ্ঠুভাবে হচ্ছে। আমরা আশা করি, নির্বাচিতরা প্রতিশ্রুতি পূরণ করবেন।’
সিএসই বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী মাহি জাহান রনক বলেন, ‘দীর্ঘ ৮ বছর পর এই নির্বাচন হলো। ক্যান্টিন, সীমানা দেয়ালসহ শিক্ষার্থীদের নানা দাবি রয়েছে। নির্বাচিতরা সেই দাবি পূরণ করবেন—এই প্রত্যাশা।’
গকসুর প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল আলম বলেন, ‘আগামী সপ্তাহে পূজার ছুটি থাকায় অনেক শিক্ষার্থী বাড়ি গেছেন। কেউ সকালে ভোট দিয়েছেন, আবার কেউ বিকেলে দেবেন। সারাদিনই ভোট চলবে। কোনো রাজনৈতিক প্রভাব নেই। নিয়ম লঙ্ঘনকারীদের শোকজ করা হচ্ছে। ভোট শেষের ৩-৪ ঘণ্টার মধ্যেই ফল ঘোষণা করা যাবে।’
গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবুল হোসেন বলেন, ‘সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু গণ বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। ২০১৮ সালের পর নির্বাচন হয়নি। করোনা পরিস্থিতি ও অন্যান্য কারণে এতদিন সম্ভব হয়নি। এবার শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নির্বাচন হচ্ছে। এখান থেকে নেতৃত্ব তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি।’
নির্বাচন উপলক্ষে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো ক্যাম্পাসে মোতায়েন আছে প্রায় ৪০০ নিরাপত্তা সদস্য। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি সেনাবাহিনী, কুইক রেসপন্স টিম ও ডিবি পুলিশও দায়িত্ব পালন করছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, ‘প্রতিটি জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ঝুঁকি পাওয়া যায়নি। শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিচ্ছেন। আমরা সতর্ক অবস্থায় রয়েছি এবং শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবো।’
প্রায় সাত বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে কেন্দ্রীয় সংসদ ও অনুষদ সংসদ—দুই ভাগে ভোট হচ্ছে। কেন্দ্রীয় সংসদের ১১ পদে ৪৬ জন এবং পাঁচ অনুষদের ১০ পদে আরও ২০ জনসহ মোট ২১ পদে ৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার ভোট দেবেন ৪ হাজার ৭৬১ শিক্ষার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪ জন, যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন, ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ৬ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৪ জন, সহ ক্রীড়া সম্পাদক পদে ৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন এবং সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ৪ জন প্রার্থী হয়েছেন।
গকসুর অনুষদভিত্তিক নির্বাচনে কৃষি অনুষদের কার্যনির্বাহী সদস্য পদে ২ জন, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদে ৪ জন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৪ জন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে ৭ জন এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরিফুল ইসলাম সাব্বির/এআরএস