Logo

ক্যাম্পাস

চাকসু নির্বাচন : ডোপ টেস্টের নমুনা প্রদানকারী ৯৩৬ প্রার্থীর সবাই নেগেটিভ

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৯

চাকসু নির্বাচন : ডোপ টেস্টের নমুনা প্রদানকারী ৯৩৬ প্রার্থীর সবাই নেগেটিভ

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ডোপ টেস্টের প্রতিবেদনের ৯৩৬ জন প্রার্থীর মধ্যে ৯৩৬ জন প্রার্থীরই ডোপ টেস্টের প্রতিবেদন নেগেটিভ এসেছে। প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট আজ বিকেলে হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি মুঠোফোনে বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডোপ টেস্ট কমিটির সদস্য ও চবির চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব। 

তিনি বলেন, চাকসু, হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মোট ৯৩৬ জন ডোপ টেস্টের জন্য নমুনা প্রদান করেন। নমুনা প্রদানকারী ৯৩৬ জন প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি আরো বলেন, ডোপ টেস্টের জন্য ইউরিন পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। ব্লাড পদ্ধতির মাধ্যমে এই পরীক্ষা করা যায় না।

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কার্যালয়ে গিয়ে তার নিকট চাকসুতে অংশ নেয়া প্রার্থীদের ডোপ টেস্টের প্রতিবেদন হস্তান্তর করেন ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন আরেক উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। সেসময় সেখানে আরও উপস্থিত ছিলেন ডোপ টেস্ট কমিটির সদস্য ও চবি মেডিকেল সেন্টারের সহকারী রেজিস্ট্রার জুলহাস উদ্দিন মিঞা এবং মেডিকেল টেকনোলজিস্ট মোশাহীদুর রহমান খান ও এ বি এম ইউসুফ।

  • আব্দুল্লাহ আল নাঈম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর