কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৯ বিভাগের পরীক্ষা স্থগিত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, দূর্গা পূজা, বিজয়া দশমি, ফাতেহা-ই ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উৎসবের কারণে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো পরীক্ষা আয়োজন না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নির্দেশনা অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), পদার্থ বিজ্ঞান, ফার্মেসি, মার্কেটিং, গণিত, পরিসংখ্যান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ মোট নয়টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সংশ্লিষ্ট বিভাগের কাছে চিঠি পাঠিয়েছি যাতে পরীক্ষা স্থগিত রাখা হয় এবং উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা অনুষ্ঠানগুলো যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে পারে।’
এমএইচএস


