Logo

ক্যাম্পাস

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে পরাণ-নাবিল

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৬

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বে পরাণ-নাবিল

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে এম. পরাণ ফয়সালকে সভাপতি এবং ওয়াহিদ হাসান নাবিলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নতুন কমিটিতে আরাফাত হোসেন শুভকে সিনিয়র সহসভাপতি ও আবু সাঈদ রাহাতকে সহসভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া স্বপন আহমেদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আবির হাসান যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহাম্মদ লিমন সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

কেন্দ্রীয় দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে হবে।

এমএমআই/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর