চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, ২ কর্মকর্তা বরখাস্ত

চবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯

ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, অনিয়ম-দুর্নীতি ও অঢেল সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র। এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৬৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিরীন আখতারের ব্যক্তিগত সহকারী ও সহকারী রেজিস্ট্রার সাহাবুদ্দিন ও জীববিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার মুশিবুর রহমানকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া কাম্য যোগ্যতা না থাকা সত্ত্বেও পদোন্নতি পাওয়া আবদুল্লাহ আল আসাদকে সেকশন অফিসার পদে পদোন্নতি বাতিল করে ডিমোশন দেওয়া হয়েছে। জানা গেছে, আল আসাদ অফিসার সমিতির সাধারণ সম্পাদক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আব্দুল্লাহ আল নাঈম/এমবি