Logo

ক্যাম্পাস

পূজা উপলক্ষে ইবিতে ৬ দিন ছুটি, পরীক্ষা বন্ধের অনুরোধ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫

পূজা উপলক্ষে ইবিতে ৬ দিন ছুটি, পরীক্ষা বন্ধের অনুরোধ

ছবি : সংগৃহীত

দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে ৬ দিন বন্ধ থাকছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর এ বন্ধ থাকবে সরকারি বিধি মোতাবেক। 

কিন্তু সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সুবিধার্থে পূজার আগে ২ দিন এবং পরে ৩ দিন বিভাগসমূহে পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রোববার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে পূজার পর বাড়তি ৩ দিন পরীক্ষা না নিতে অনুরোধ করা হয়। এর আগে গত ১৩ সেপ্টেম্বর সই করা অফিস আদেশে ২৮ ও ২৯ সেপ্টেম্বর পরীক্ষা না নিতেও নির্দেশনা দিয়েছিলেন।

গত ১৩ সেপ্টেম্বরে জারি করা অফিস আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৮ এবং ২৯ সেপ্টেম্বর বিভাগের পরীক্ষাসমূহ না নেওয়ার জন্য অনুরোধ করা হলো। এদিকে আজ পুনরায় বিভাগসমূহে আগামী ৬ হতে ৮ অক্টোবর পর্যন্ত পরীক্ষা না নেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছিল। সেই মোতাবেক শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্যালেন্ডারের বাহিরে বিভাগ সমূহে কয়েকদিন পরীক্ষা না নেওয়ার অনুরোধ করা হয়েছে।’

  • এস.এম. শাহরীয়ার স্বাধীন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর