Logo

ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক

Icon

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৮

নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ও চীনের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চীনের ওই প্রতিষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম আরও জোরদার হবে বলে জানানো হয়েছে।

জাককানইবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অপরদিকে, চীনা প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর জেনারেল অধ্যাপক ড. চিয়াং লিন।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাককানইবির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী এবং ইএসই বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী। চীনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক চিয়াং লিন, অধ্যাপক জিয়ানওয়েই চি এবং অধ্যাপক চুয়ানসিও লুও।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও চীনের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর