Logo

ক্যাম্পাস

২ মাস এগিয়ে জানুয়ারিতেই হতে পারে চবির ভর্তি পরীক্ষা

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৬:১৮

২ মাস এগিয়ে জানুয়ারিতেই হতে পারে চবির ভর্তি পরীক্ষা

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (২০২৬ সাল) কারণে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারি মাসে ভর্তি কার্যক্রম শেষ করার ব্যাপারে ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এ কারণেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা গত বছরের চেয়ে অন্তত দুই মাস এগিয়ে আসতে পারে।

আগামী ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের পরপরই ভর্তি পরীক্ষা নিয়ে সভায় বসে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত বছর চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১ মার্চ থেকে ২২ মার্চ। কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এ সময়ে ভর্তি পরীক্ষা নেওয়াটা কঠিন হতে পারে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজন করে কর্তৃপক্ষ। 

চবির ভর্তি পরীক্ষা কবে হতে পারে— এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, ‘আসলে ভর্তি পরীক্ষার বিষয়টি তো আমার একার সিদ্ধান্তে হবে না। আমাদের ভর্তি পরীক্ষার যে কোর কমিটি আছে, তাদের সাথে আলোচনা করে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা ভালো হবে, আমরা সেটাই করব।’

তিনি বলেন, ‘আমরা চাই না শিক্ষার্থীরা সেশনজটে পড়ুক। আমি চট্টগ্রামের বাইরে আছি, বিশ্ববিদ্যালয়ে গিয়েই আমি এ বিষয়ে সিদ্ধান্ত নেব। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এরপর ভর্তি পরীক্ষা নিতে যাই, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। আমি উপ-উপাচার্যের (অ্যাকাডেমিক) সঙ্গে প্রাথমিক কথা বলে রাখছি, যাতে আমরা দ্রুতই এটি নিয়ে বসতে পারি।’

আব্দুল্লাহ আল নাঈম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর