জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত অবস্থায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, হাসিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, আমরা রাতের খাবারের জন্য হোটেল স্টার কাবাবে একসাথে বসেছিলাম। হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন হাসিবুর। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসিবুর রহমানের মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, হাসিব আমাদের ছাত্রদল পরিবারের একজন গর্বিত সদস্য। জুলাই অভ্যুত্থানে হাসিবের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। মিরপুরে আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেছেন। সকলের সঙ্গে তার অত্যন্ত মিশুক সম্পর্ক ছিল।
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমাদের আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু মুসলমান হিসেবে একজন ব্যক্তির মৃত্যুতে সমবেদনা জানানো সকলের দায়িত্ব। হাসিবের মৃত্যুতে সর্বস্তরের মানুষের সমবেদনা ও প্রতিক্রিয়া এটাই প্রমাণ করে।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, হাসিবের সবচেয়ে বড় পরিচয় হলো, সে জুলাই যোদ্ধা। আমরা তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, একজন শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আমাদের জন্য খুব কষ্টের। আমরা সকলে হাসিবের জন্য দোয়া করব।
হাসিবুর রহমানের প্রথম জানাজা শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী, শাখা ইসলামী ছাত্রশিবির ও ছাত্রঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
পরে তার মরদেহ ভোলায় নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে বলে জানা গেছে।
জেএন/এমবি


