নর্থ সাউথ ছাত্রের কোরআন অবমাননার ঘটনায় ছাত্র জমিয়তের তীব্র নিন্দা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:০৬

নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাল কর্তৃক কুরআন শরীফের ওপর পা রেখে ভিডিও ধারণ এবং পরবর্তীতে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলার ন্যাক্কারজনক ঘটনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।
আজ রোববার (৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এই নিন্দা জানান
বিবৃতিতে তারা বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে এমন জঘন্য দুঃসাহস এই জাতির ঈমানী চেতনাকে উপহাস করার শামিল। এ ধরনের নিকৃষ্ট কর্মকাণ্ড কোনভাবেই বরদাশতযোগ্য নয়।
তারা বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, অপরাধীকে শুধু গ্রেফতারই নয়, বরং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। দুঃখজনক হলেও সত্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাস্তির মুখে না ঠেলে বরং ‘সেইফ এক্সিট’ দিয়ে পার পাওয়ার সুযোগ করে দিয়েছিল। তবে রাতে স্থানীয়রা সাহসিকতার পরিচয় দিয়ে ওই শিক্ষার্থীকে গ্রেফতার করতে পুলিশকে সহযোগিতা করে।
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছে, অপরাধীর বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে কুরআনের মর্যাদা রক্ষায় আমরা যেকোনো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।
আমরা দৃঢ়ভাবে বলতে চাই, অতীতেও নর্থ সাউথ ইউনিভার্সিটির ভেতরে ইসলামবিরোধী কর্মকাণ্ডের দৃষ্টান্ত রয়েছে। এখন যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে পুরো জাতির কাছে এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরম প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
ডিআর/আইএইচ