Logo

ক্যাম্পাস

প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি ইবি শিক্ষার্থীদের

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৯:১৮

প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি ইবি শিক্ষার্থীদের

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সুবিধার্থে কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’। 

বুধবার (৮ অক্টোবর) ইবি পরিবহন প্রশাসকের নিকট দেওয়া এক লিখিত আবেদনে তারা জানান, “আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট” এর তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে আলোচনা ও পরামর্শ করেছি। তাদের প্রয়োজনীয় ও প্রাণের দাবি, পরিবহন পুলে ঘণ্টা প্রতি বাস সার্ভিস সংযুক্ত করা। এমন সার্ভিস চালু হলে অনেক শিক্ষার্থীর সময় নষ্ট কম হবে এবং শিক্ষার্থীদের সময়গুলো প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হবে। তাই শিক্ষার্থীদের প্রয়োজনে পরিবহন পুলে ঘণ্টা প্রতি বাস সার্ভিস চালু করার অনুরোধ করছি।

এ সময় ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’-এর প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, যে সকল শিক্ষার্থীরা নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে এসে ক্লাস করেন এবং ক্যাম্পাসের যে সকল শিক্ষার্থী শহরে টিউশনিসহ অন্যান্য প্রয়োজনে যাতায়াত করেন। বর্তমান শিডিউল অনুযায়ী তারা অনেক ভোগান্তিতে পড়ছে এবং তাদের সময় অপ্রয়োজনীয় ভাবে নষ্ট হচ্ছে। আমরা সেজন্য পরিবহন প্রশাসক স্যারের সাথে দেখা করে শিক্ষার্থীদের ভোগান্তির কথা বলেছি এবং তিনি আশ্বস্ত করেছেন আগামী সাত কার্যদিবসের ভিতরে এটি পরীক্ষামূলকভাবে চালু করবেন। আশা করি এটি চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে এবং শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময় যথাযথভাবে ব্যবহার করতে পারবে।

পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, ‘এর আগেও শিক্ষার্থীরা মৌখিক দাবি জানিয়েছিল। ফরমালি আজকে একটা প্রতিনিধি টিম এসে লিখিত দাবি জানিয়েছে। আমরা অবগত আছি। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

  • এস.এম. শাহরীয়ার স্বাধীন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর