Logo

ক্যাম্পাস

পাবিপ্রবিতে নকলের জেরে বহিষ্কারের পরও পরীক্ষায় কৃতকার্য ২ শিক্ষার্থী!

Icon

পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ২১:০০

পাবিপ্রবিতে নকলের জেরে বহিষ্কারের পরও পরীক্ষায় কৃতকার্য ২ শিক্ষার্থী!

ছবি : সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় ২ ছাত্রীকে নকলের জেরে বহিষ্কারের পরও সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে তারা কৃতকার্য হয়েছেন। এ ঘটনায় বিভাগজুড়ে চলছে সমালোচনার ঝড়।

খোঁজ নিয়ে জানা যায়, গত এপ্রিলে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের ২য় বর্ষ ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার জিই–২২০৯ কোর্সে জয়ন্ত রাণী বিশ্বাস ও মুসফিকা বিনতে হাকিম নামের ২ ছাত্রী নকল করতে গিয়ে ধরা পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের (ডিবি বোর্ড) সিদ্ধান্তে তাদের পুরো সেমিস্টারের পরীক্ষায় বহিষ্কার করা হয় এবং পরবর্তী শিক্ষাবর্ষের সঙ্গে ক্লাস করার নির্দেশ দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী তারা ২০২২–২৩ শিক্ষাবর্ষের সঙ্গে ক্লাস করা শুরু করেন।

কিন্তু গত ৮ অক্টোবর (বুধবার) প্রকাশিত ওই ব্যাচের ফলাফলে দেখা যায়, পরীক্ষায় বহিষ্কৃত ওই ২ ছাত্রী সংশ্লিষ্ট কোর্সসহ সব কোর্সে কৃতকার্য হয়েছেন। ফলাফলে জয়ন্ত রাণী বিশ্বাস ‘বি+’ এবং মুসফিকা বিনতে হাকিম ‘এ’ গ্রেড পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোন শিক্ষার্থী নকলসহ ধরা পড়লে সংশ্লিষ্ট খাতা ও প্রমাণাদি সেদিনই বিভাগ থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দেওয়ার কথা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে খোঁজ নিয়ে জানা গেছে, ওই ২ ছাত্রীর খাতা পরীক্ষার দিনই পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানো হয় এবং সেগুলো এখনো সেখানেই সংরক্ষিত আছে।

এতে প্রশ্ন উঠেছে—যদি খাতা পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরেই থাকে, তাহলে সংশ্লিষ্ট কোর্স শিক্ষক কীভাবে খাতা মূল্যায়ন করেছেন এবং ফলাফলে তাদের কৃতকার্য দেখানো হলো কীভাবে?

বিষয়টি জানতে কোর্স শিক্ষক খন্দকার আরিফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে ওই ২ ছাত্রীকে অকৃতকার্য দেখিয়েই ফলাফল পাঠিয়েছি। এরপর কী হয়েছে, সেটা আমি জানি না। ফলাফল যাচাইয়ের সময় আমি শিক্ষার্থীদের সঙ্গে ভ্রমণে ছিলাম, তাই তখন উপস্থিত থাকতে পারিনি।’

অন্যদিকে বিষয়টি শিক্ষকদের ভুল বলে স্বীকার করে বিভাগীয় চেয়ারম্যান ও পরীক্ষা কমিটির সভাপতি ড. মোহাম্মদ নাজমুল ইসলাম তিনি বলেন, ‘আমরা যেসকল শিক্ষকরা ফলাফল তৈরীর দায়িত্বে ছিলাম তাদেরই ভুল হয়েছে। আমাদের ব্যস্ততার কারণে এই ভুলটি হয়ে গেছে। তবে এই ভুলটি আমাদের চোখে পড়ার পর আমরা ফলাফলটি স্থগিত করেছি। আমরা নতুন করে ওই ২ বহিষ্কৃত ছাত্রীকে অকৃতকার্য দেখিয়ে নতুন ফলাফল প্রকাশ করবো।’

আবদুল্লাহ আল মামুন/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাবনা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর