Logo

ক্যাম্পাস

মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে কুবি শিক্ষার্থীদের ৩ পুরস্কার জয়

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৬:৪০

মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে কুবি শিক্ষার্থীদের ৩ পুরস্কার জয়

ছবি : বাংলাদেশের খবর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আয়োজিত মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স ২০২৫–এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী তিনটি স্বীকৃতি অর্জন করেছেন।

রোববার (১২ অক্টোবর) বিজয়ী শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত করেছেন। 

সম্মেলনটি ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন– মো. মাইনুল ইসলাম, শাহরিয়ার আহমেদ রামিম এবং আফিফা তাসমিয়া খান। তাদের মধ্যে মাইনুল ইসলাম স্পেশাল মেনশন-১ (ইউএনসিএসটিডি কমিটি), আফিফা তাসমিয়া খান আউটস্ট্যান্ডিং ডেলিগেটেড (ইউএনসিএসটিডি কমিটি) এবং শাহরিয়ার আহমেদ রামিম স্পেশাল মেনশন-২ (আইইউসিএন কমিটি) পুরস্কার লাভ করেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কুবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাসিন মাহতাব মাহিন ইন্টারন্যাশনাল প্রেস কমিটিতে এডিটর ইন চিফ হিসেবে এবং বর্তমান সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় ইউএনসিএসটিডি কমিটির ভাইস-চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন।

পুরস্কার জয়ী মাইনুল ইসলাম বলেন, ‘এটি আমার প্রথম জাতীয় পর্যায়ের কনফারেন্স। দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতা করা সহজ ছিল না। তবে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। দিন শেষে যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম জাতীয় মঞ্চে উচ্চারিত হলো, সেই মুহূর্তটি গর্ব ও আবেগে ভরা ছিল। আমি এই অর্জন উৎসর্গ করছি আমার ক্লাবের সকল সদস্যকে।’

আফিফা তাসমিয়া খান বলেন, ‘এটি আমার প্রথম ন্যাশনাল সম্মেলন। এই পুরস্কার আমার জন্য এক বিশেষ প্রাপ্তি। ইনশাল্লাহ, এই অভিজ্ঞতা থেকে আমি আরও ভালো কিছু অর্জনের চেষ্টা করব আমার বিশ্ববিদ্যালয় ও আমাদের প্রিয় ক্লাবের জন্য।’

শাহরিয়ার আহমেদ রামিম যোগ করেন, ‘জাতীয় পর্যায়ে অংশ নিয়ে পুরস্কার পাওয়া এক অবর্ণনীয় অনুভূতি। শুরুতে কিছুটা ভয় ও অনিশ্চয়তা ছিল, তবে প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখেছি। নিজেকে, বিশ্ববিদ্যালয়কে এবং আমাদের ক্লাবকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব আরও গভীরভাবে বুঝেছি।’

কুবি মডেল ইউনাইটেড নেশনসের সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, ‘এই সাফল্যের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন আবারও জাতীয় পর্যায়ে নিজেদের সক্ষমতা ও নেতৃত্বের পরিচয় তুলে ধরেছে। ইনশাল্লাহ, এই ধারা অব্যাহত থাকবে। এটি শুধু আমাদের ক্লাবের নয়, বরং পুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্জন।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর