Logo

ক্যাম্পাস

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৭:৪০

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান ইমনকে সভাপতি এবং সোহানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির গঠন নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেবেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন, ‘এই দায়িত্ব আমার কাছে গৌরবের সঙ্গে বড় দায়িত্বও। আমি চেষ্টা করব সবার সঙ্গে মিলিত হয়ে ফোরামকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং কলমের শক্তিতে ইতিবাচক পরিবর্তন আনতে।’ 

কমিটির সভাপতি মুশফিকুর রহমান ইমন বলেন, ‘এই পদ শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি আমানত। ফোরামকে সঠিকভাবে পরিচালনা করতে সর্বোচ্চ চেষ্টা করব। ঐক্য, সততা ও লেখার শক্তিতে আমরা এগিয়ে যাব।’

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করে। এটি তরুণ লেখকদের পরামর্শ, পত্রিকায় লেখা প্রকাশে সহায়তা এবং লেখালেখি বিষয়ক সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

জেএন/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর