Logo

ক্যাম্পাস

জবিতে ছাত্রী হল ও একাডেমিক ভবনের নতুন নামফলক স্থাপন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৯:১৮

জবিতে ছাত্রী হল ও একাডেমিক ভবনের নতুন নামফলক স্থাপন

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল এবং শহিদ সাজিদ একাডেমিক ভবনের নতুন নামফলক স্থাপন করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নামফলক স্থাপন কার্যক্রম সম্পন্ন হয়।

জানা গেছে, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে গুলিবিদ্ধ হয়ে ১৪ আগস্ট মৃত্যু বরণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী শহিদ ইকরামুল হক সাজিদ। পরের দিন ১৫ আগস্ট তার নামে নতুন একাডেমিক ভবনে ‘শহিদ সাজিদ একাডেমিক ভবন’ নাম সম্বলিত ব্যানার টানানো হয় এবং নামকরণের জন্য স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

এছাড়া ৫ আগস্টের পর একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরীরাণী হল’ রাখার দাবি জানান শিক্ষার্থীরা। গত ৬ ফেব্রুয়ারি নতুন নামফলক উন্মোচন করা হয়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল এবং নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তনের প্রস্তাব সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন বলেন, ‘এ কার্যক্রম একটি কমিটির মাধ্যমে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসের আগে দৃশ্যমান কোনো কাজ করা যায়নি, তাই এটি আমাদের জন্য ইতিবাচক। আমরা আরও কিছু কাজ বিশ্ববিদ্যালয় দিবসের আগে প্রদর্শন করার পরিকল্পনা করছি।’

ছাত্রী হল প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা বলেন, ‘নামফলকের জন্য বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মেয়েরা নিজেরাই এই নাম নির্বাচন করেছে। প্রশাসন কোনো নাম প্রস্তাব দেয়নি। বিশ্ববিদ্যালয় দিবসের আগে নামফলক স্থাপিত হওয়ায় আমরা সন্তুষ্ট।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং সিন্ডিকেটের অনুমোদনের পর নামফলক স্থাপন হওয়ায় আমরা সন্তুষ্ট। এই নামকরণ দুটি ঐতিহাসিক তাৎপর্য বহন করে।’

উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘শহিদ ইকরামুল হক সাজিদের আত্মত্যাগ এবং নওয়াব ফয়জুন্নেসার মতো মহীয়সী নারীর প্রতি শ্রদ্ধা জানাতে এ দুটি নামকরণ করা হয়েছে। নামফলক স্থাপনের মাধ্যমে প্রশাসন তার প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে। আমরা বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনকে সামনে রেখে অন্যান্য কাজও দ্রুত দৃশ্যমান করার চেষ্টা করছি।’

জেএন/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর