Logo

ক্যাম্পাস

ইবিতে মাস্টার্স ক্লাসে এসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২০:১৮

ইবিতে মাস্টার্স ক্লাসে এসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

ছবি : বাংলাদেশের খবর

 ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাস্টার্সে ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন। রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের সংলগ্ন চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তাকে প্রক্টর অফিসে নেওয়া হয় এবং পরবর্তীতে ক্যাম্পাসস্থ ইবি থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত হুসাইন তুষার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ সম্পাদক। তার বিরুদ্ধে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নানারকম হয়রানি মূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে।

হুসাইন তুষার জানিয়েছে, ‘আমি এর আগে অনার্স চতুর্থ বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আজকে আমি মাস্টার্সে ক্লাস করতে এসেছিলাম।’

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘শিক্ষার্থীরা ওই ছেলেকে থানায় সোপর্দ করেছে। জানাগেছে, সে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহা. শাহীনুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীরা ছাত্রলীগের পোস্টেড কর্মীকে আমার কাছে ধরে আনে। তিনি স্বীকার করেছেন যে, তিনি নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিলেন। এরপর আমি তাকে থানায় হস্তান্তর করেছি। থানার পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শাহরীয়ার স্বাধীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিষিদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর