Logo

ক্যাম্পাস

ইবি স্পোর্টস এসোসিয়েশনের নেতৃত্বে সাবিক-সাঈদ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:৩৩

ইবি স্পোর্টস এসোসিয়েশনের নেতৃত্বে সাবিক-সাঈদ

ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন (IUSA)-এর ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন যথাক্রমে ইসলামের ইতিহাস ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুফতাইন আহম্মাদ সাবিক ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত সাঈদ।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইবি স্পোর্টস এসোসিয়েশনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং অন্যান্য উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) কমিটি প্রকাশিত হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন তারিফ (ফুটবল), সাইফুল (ক্রিকেট), জায়েদ (ভলিবল), সাদিয়া ইসলাম (কারাতে), বৃষ্টি (ব্যাডমিন্টন), শুভ (ফুটবল), উৎস (দাবা), চয়ন (সাঁতার) ও ইয়াদাব (বাস্কেটবল)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সাব্বির (ভলিবল ও ফুটবল) ও জুলকার নাঈন দোলন (ক্রিকেট)।

এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক নূর ই আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুন নূর স্মরণ, রাকিব, মাহী, আল-আমিন ও জাফর, কোষাধ্যক্ষ তন্ময়, সহ-কোষাধ্যক্ষ জায়েদ, দপ্তর সম্পাদক ফারহানা নাসরিন, উপ-দপ্তর সম্পাদক রিয়ন আহমেদ, আবু রায়হান বাবু, প্রচার সম্পাদক মানিক হোসেন, সহ-প্রচার সম্পাদক রাকিব, সাজ্জাদ হোসাইন ও তামিমসহ আরও অনেকে দায়িত্ব পালন করবেন। কার্যকরী সদস্য হিসেবে আছেন রাতুল হোসাইন, যায়েদ বিন ওসমান, রাইসুল ইসলাম, আরাফাত আলী, বনি খাতুন মেরী, ফাহমিদা খাতুন মৌ ও জুবায়ের হোসেন।

নবগঠিত কমিটির উপদেষ্টা প্যানেলে আছেন ইবির প্রক্টর অধ্যাপক ড. মো: শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: ওবায়দুল ইসলাম, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ.এস.এম. শরফরাজ নওয়াজ, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: কামরুল হাসান, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মো: আসাদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশন, ক্রিকেট ক্লাব, কারাতে ক্লাব ও ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতিবৃন্দ।

ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশন (IUSA) বিশ্ববিদ্যালয়ের সকল ক্রীড়া কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর