Logo

ক্যাম্পাস

নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

Icon

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ২০:৫৯

নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

ছবি : বাংলাদেশের খবর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং তুরস্কের ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নোবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন ইরাসমাস ইনস্টিটিউশনাল কো-অর্ডিনেটর সেককিন তাইগুন আলটিনতাস।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ইরাসমাস প্লাস মোবিলিটি প্রোগ্রামের ক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অংশীদার হিসেবে বেছে নেওয়ার জন্য আমি ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির রেক্টর অধ্যাপক ড. ফাদিমে ইউনে ইউকসেকটেপের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরও বলেন, ‘দুটি বিশ্ববিদ্যালয় যদি শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে, তাহলে উভয় প্রতিষ্ঠানই উপকৃত হবে। আশা করি, এ চুক্তি নোবিপ্রবির শিক্ষক ও গবেষকদের বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা এবং সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ গবেষণার সুযোগ করে দেবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, শিক্ষা ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. গাজী মো. মহসিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী এবং ডেপুটি রেজিস্ট্রার ড. খালেদ মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

  • মো. আবদুল্লাহ আল নাঈম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নোয়াখালী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর