
দীর্ঘ ৩৫ বছরের বেশি সময়ের অচলাবস্থার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে কেন্দ্রীয় সংসদের ফলাফল ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে এবং হল সংসদের ফলাফল নিজ নিজ কেন্দ্র থেকে প্রকাশ করা হবে।
এবারের সপ্তম চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৮ জন। এর মধ্যে ছাত্র ভোটার ১৬ হাজার ১৮৯ এবং ছাত্রী ভোটার ১১ হাজার ৩২৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৪টি আবাসিক হল (৯টি ছাত্র ও ৫টি ছাত্রী) এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল মিলিয়ে মোট পাঁচটি ভবনের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ১৪টি কেন্দ্রে হল সংসদ ও একটি কেন্দ্রে হোস্টেল সংসদের ভোট নেওয়া হচ্ছে।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধার্থে চাকসু ভবনে অতিরিক্ত একটি ভোটকেন্দ্র স্থাপন করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে ৬০ কক্ষে ৭০০টি বুথ প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কক্ষে থাকবে পাঁচটি ব্যালট বাক্স ও পাঁচজন এজেন্ট। একটি কেন্দ্রে সর্বোচ্চ ৫০০ ভোটার ভোট দিতে পারবেন।
প্রত্যেক ভোটার পাঁচটি ব্যালটে চাকসু ও হল সংসদে মোট ৪০ জন প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভোটদান হবে ব্যালট পেপারে, গণনা হবে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে।
ভোটের দিন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১১ বার করে শাটল ট্রেন চলাচল করছে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি রয়েছে ৩০টি বাসের বিশেষ সার্ভিস।
নির্বাচন ঘিরে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে পুরো ক্যাম্পাস। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী, রোভার স্কাউট ও বিএনসিসি মিলিয়ে প্রায় ১ হাজার ৭০০ সদস্য মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসজুড়ে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুনির উদ্দিন বলেন, ‘শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোট দিতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রেখেছি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। ওই নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল।
প্রায় ৩৫ বছর পর আয়োজিত এবারের চাকসু নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
এমএইচএস