Logo

ক্যাম্পাস

কুমিল্লা সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৫৩

কুমিল্লা সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা সরকারি কলেজে দীর্ঘদিন স্থগিত থাকা ছাত্র সংসদ নির্বাচনের পুনরায় আয়োজনের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলেজ শাখা একটি স্মারকলিপি প্রদান করেছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নূরুর রহমান খানের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন ইসলামী ছাত্র আন্দোলনের কলেজ শাখার সভাপতি কাইফ বিন হাবিব ভূঁঞা ও অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত এবং ছাত্র নেতৃত্ব বিকাশের জন্য দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানানো হয়েছে। এতে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনার আহ্বান করা হয়েছে।

কাইফ বিন হাবিব ভূঁঞা বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক মূল্যবোধ ও ইতিবাচক রাজনীতিকে সুসংহত করবে। তাই দ্রুত তফসিল ঘোষণা ও রোডম্যাপ প্রণয়ন করে নির্বাচন আয়োজনের জন্য কলেজ প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানিয়েছি।’

সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্র সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর