চলছে চাকসুর ভোটগ্রহণ, ১ কেন্দ্রে অনিয়মের অভিযোগ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৫৮
ছবি : ইউএনবি
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে আইটি বিল্ডিংয়ের রুম নং-২১৪ কেন্দ্রের ভোটগ্রহণকে কেন্দ্র করে ইতোমধ্যে অনিয়মের অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয় এ ভোটগ্রহণ, যা চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
আইটি বিল্ডিংয়ের রুম নং-২১৪ কেন্দ্রের ভোটগ্রহণকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের সমর্থিত প্রার্থী অভিযোগ করেছেন, যে সেখানে সভাপতি বা সহসভাপতির নির্বাচনে কিছু ব্যালট প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া বাক্সে ফেলা হয়েছে।
ছাত্রশিবির সমর্থিত সহসভাপতি প্রার্থী ইব্রাহিম রনি অভিযোগ করেছেন, তাদের পোলিং এজেন্টদের জানিয়েছে যে রুম নং-২১৪-এ ১৫–২০টি ব্যালট প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ড্রপ করা হয়েছে।
তিনি বলেন, ‘প্রতিটি ব্যালট স্বাক্ষর ছাড়া গ্রহণযোগ্য নয়। পরে আমাদের জানানো হয়, নির্বাচন কমিশন বিষয়টি এজেন্টদের সামনে পুনঃপর্যালোচনা করবে এবং সিদ্ধান্ত নেবে।’
অন্যদিকে, ছাত্রদল সমর্থিত সহসভাপতি প্রার্থী সজ্জাদ হোসেন অভিযোগ করেছেন, ভোটারদের আঙুলে দেওয়া অমোচনীয় কালি মুছে ফেলা হচ্ছে।
অভিযুক্ত কেন্দ্রের সহ-প্রিজাইডিং অফিসার প্রফেসর হাসান খালেদ রউফ বিষয়টি স্বীকার করে বলেন, ‘পোলিং এজেন্টরা নতুন এবং তাদের অভিজ্ঞতা কম হওয়ায় ভুলক্রমে ১২টি স্বাক্ষরহীন ব্যালট ড্রপ করা হয়েছে। কিন্তু পুরো প্রক্রিয়া সিসিটিভি নজরদারিতে হচ্ছে, যা স্বচ্ছতা নিশ্চিত করছে। ইলেকশন কমিশন এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।’
সূত্র : ইউএনবি
এএ

