Logo

ক্যাম্পাস

গবেষণা কাজে জাপান সফরে যাচ্ছেন পাবিপ্রবির ৭ শিক্ষার্থী

Icon

পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ২০:৩১

গবেষণা কাজে জাপান সফরে যাচ্ছেন পাবিপ্রবির ৭ শিক্ষার্থী

ছবি : বাংলাদেশের খবর

প্রথমবারের মতো গবেষণা কাজে বিদেশ জাপান সফরে যাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা। দেশটির ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের ‘সাকুরা সায়েন্স প্রোগ্রাম অব জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি (জেএসটি)’ এর অধীনে পাবিপ্রবির ৭ শিক্ষার্থী ও ১ জন শিক্ষক এ সফরে অংশ নিচ্ছেন।

বুধবার (১৫ অক্টোবর) সফরে যাওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে এক সংবাদ সম্মেলনে জানানো হয় বিষয়টি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পাবিপ্রবির দলটি জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছে। সেখানে তাদের তত্ত্বাবধানে থাকবেন অধ্যাপক মাসানোরি হানাওয়া ও হিরোমিৎসু নিশিজাকি। আগামী ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তারা জাপানে অবস্থান করবেন।

সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের অরপা কর পুজা, পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের মো. আবদুর রাকিব, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুন্নি খাতুন ও কামিল আহমাদ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের আরিফুল ইসলাম ও মানব চন্দ্র এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী জাবিন তাসনিন উপমা। তাদের নেতৃত্বে রয়েছেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ।

প্রোগ্রামের মূল বিষয় কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার। অংশগ্রহণকারীরা পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে কৃষি তথ্য বিশ্লেষণ ও মেশিন লার্নিংয়ের ব্যবহারিক প্রশিক্ষণ নেবেন। পাশাপাশি তারা স্মার্ট কৃষি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট এবং অপটিক্যাল যোগাযোগ ব্যবস্থার ওপর হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবেন।

অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ বলেন, ‘এটি পাবিপ্রবির জন্য ঐতিহাসিক মুহূর্ত। শিক্ষার্থীরা জাপানের আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে সরাসরি ধারণা লাভ করবে। আমি বিশ্বাস করি, এ অভিজ্ঞতা বাংলাদেশের কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়ন ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণামূলক প্রোগ্রামে অংশ নিচ্ছে, এটি আমাদের জন্য গর্বের বিষয়। তারা পাবিপ্রবির মর্যাদা ও সম্ভাবনাকে বিশ্বদরবারে আরও উজ্জ্বল করবে।’

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসানসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল মামুন/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাবনা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর