Logo

ক্যাম্পাস

জকসু নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ২১:২৯

জকসু নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু) উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জকসু নিরাপত্তা সম্পর্কিত বিধান সমূহ হলো

নির্বাচনকালীন ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার; বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতকরণ; প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়; ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন; সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে কৌশলগত ব্যবস্থা গ্রহণ; বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ; রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখা এবং নিষিদ্ধ সংগঠনের অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সভায় আরও যে সিদ্ধান্ত নেওয়া হয়, ছাত্রীদের জন্য পৃথক বুথ; নারী পুলিশ টিম ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা; পাশাপাশি ভোট গণনা ও ফলাফল ঘোষণায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং কোনো প্রশ্ন উঠলে নির্বাচনী বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব বাহারুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন, জকসু নির্বাচন প্রস্তুতিমূলক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

আরও উপস্থিত ছিলেন, ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, ছাত্র হল-১ এর প্রভোস্ট মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী, আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।

জেএন/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর