Logo

ক্যাম্পাস

স্বাস্থ্য সচেতনতা নিয়ে গবি হেলথ ক্লাবের কর্মশালা

Icon

গবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ২১:৪৮

স্বাস্থ্য সচেতনতা নিয়ে গবি হেলথ ক্লাবের কর্মশালা

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষার্থীদের মধ্যে উন্নত স্বাস্থ্য অনুশীলন ও স্ব-যত্ন প্রচার করার লক্ষে ‘ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্য সচেতনতা’ শীর্ষক একটি কর্মশালা করেছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)  (জিবিএইচসি)। 

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদ, সমাজ বিজ্ঞান ও কলা অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা, মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোকলেছুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক সোনিয়া শিরিন হিরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নিলুফার সুলতানা বলেন, ‘প্রতিটি প্রতিষ্ঠানে নারীর জন্য শৌচালয় আলাদা করেছে, প্রতিটি জায়গায় সিকরুম, রেস্ট রুম রয়েছে। আমাদের কোন সিক রুম‌নেই, আমাদের উচিত সিক হেলথ নিয়ে কাজ‌ করা।’

ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদ বলেন, ‘আমাদের ক্যাম্পাসে মেয়েদের অন্যতম সমস্যা হলো ঋতুকালীন স্বাস্থ্যবিধি। ক্যাম্পাসে যে একটি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন আছে তা অনেকেই জানে না। একজন ছাত্রী অসুস্থ হলে তার মাজার এ গিয়ে ন্যাপকিন‌ কিনতে হয়েছে যা কাম্য নয়, ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে।’

শরিফুল ইসলাম রিফাত/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর