Logo

ক্যাম্পাস

জবির ছাত্রী হলে ওয়াশিং মেশিন ও পানির ফিল্টার দিল ছাত্রশিবির

Icon

‎জবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৭:১৪

জবির ছাত্রী হলে ওয়াশিং মেশিন ও পানির ফিল্টার দিল ছাত্রশিবির

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ওয়াশিং মেশিন ও পানির ফিল্টার দিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ৩টায় হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরার কাছে হস্তান্তর করে সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও অনেক।

‎এ বিষয়ে হলের আবাসিক ছাত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আজকে শিবিরের এই অসাধারণ উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের টিউশন থাকে কাপড় ধোয়ার জন্য সিরিয়াল দিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কিন্তু এখন থেকে ওয়াশিং মেশিন ব্যবহার করে আমরা সহজেই কাপড় ধুয়ে শুকিয়ে নিতে পারব যেহেতু ওয়াশিং মেশিন এ কাপড় ধোয়া ও একই সাথে শুকানোরও ব্যবস্থা রয়েছে।’

শাখা ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন,‘আমাদের বোনদের দীর্ঘ দিনের দাবি ছিল একটি ওয়াশিং মেশিন ও ঠান্ডা ও গরম পানির ফিল্টার হলে প্রতিস্থাপন করা। সেই ধারাবাহিকতায় আমরা বোনদের দাবি পূরণ করেছি। তাদের আরও কোনো দাবি থাকলে আমরা যথাসাধ্য চেষ্টা করব পূরণ করার এবং আমাদের এ ধারা পরেও অব্যাহত থাকবে।’

এসময় হল প্রোভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, `জকসুকে কেন্দ্র সব ছাত্র সংগঠনই ছাত্রীদের প্রয়োজন অনুযায়ী উপহার সামগ্রী পাঠাচ্ছেন বা পাঠাতে চাচ্ছেন। আজকে ছাত্রশিবির ওয়াশিং মেশিন ও পানির ফিল্টার দিয়েছে। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই আর পরেও তাদের ধারা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করি।’

  • ‎জেএন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর