জবি ছাত্র ফ্রন্টের ‘শিক্ষার্থীদের দাবি সপ্তাহ’ শুরু আজ
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:১৬
ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি পূরণে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে সাতদিনব্যাপী ‘দাবি সপ্তাহ’ শুরু হয়েছে। একই সাথে স্বাক্ষর সংগ্রহ করছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মানোন্নয়নে ১৭ দফা ও আইন বিভাগের ১২ দফা প্রস্তাবনা পেশের মাধ্যমে এ কার্যক্রম শুরু করে সংগঠনটি।
শিক্ষার্থীরা জানান, সমাজবিজ্ঞান বিভাগে ইন্টারনেট, গবেষণা সুযোগ ও শিক্ষক সংকট রয়েছে। শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন না। শিক্ষার্থীদের দাবি, এসব সমস্যা দ্রুত সমাধান করে দাবিগুলো ভিসি ভবন থেকে অনুমোদন করা হোক।
সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আদিব বলেন, ‘আমাদের যে দাবিগুলো আমরা চাই এগুলো পূরণ হোক। তার মধ্যে একটা দাবিকে তুলে ধরব তা হলো ল্যাবে বেসিক কম্পিউটার কোর্স চালু করা।’
সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সায়েম বলেন, ‘সমাজবিজ্ঞান বিভাগেদের সংকটগুলো আছে যেমন হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি, রিসার্চের জন্য অ্যাক্সেস, এছাড়াও অনেক যারা স্কিলস টিচার আছে তারা আমাদের ক্লাস নিচ্ছে না, অন্যদের দিয়ে নেওয়া হচ্ছে। এখনই দাবিগুলো দেখো যেন ভিসি ভবন থেকে পাশ হয়ে আসে তার দাবি জানাচ্ছি।’
শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসী বলেন, ‘সংগঠনের উদ্যোগে আমরা ক্যাম্পাসের প্রত্যেকটি বিভাগে যেতে চাই শিক্ষার্থীদের সংকট নিরসনে। আজ আইন ও সমাজবিজ্ঞান বিভাগে আমাদের এই 'দাবি সপ্তাহ' কর্মসূচি উদ্বোধন করেছি। শিক্ষার্থীরাও বেশ আগ্রহ নিয়েই আমাদের সাথে অংশগ্রহণ করছেন। আমরা মনে করি, এই সকল দাবি আদায় শিক্ষার্থীদের কোনো বাড়তি সুবিধা দেওয়ার অর্থে নয় বরং এগুলো আমাদের প্রাপ্য। প্রশাসনের সীমাবদ্ধতার কারণেই এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি আমরা। ছাত্র রাজনীতির সঠিক ভূমিকার একটি দৃষ্টান্ত স্থাপনের জন্যেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।’
- জেএন/এমআই

