রাকসুতে ভিপি শিবিরের মোস্তাকুর, জিএস সাবেক সমন্বয়ক আম্মার

রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৬

ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের অনানুষ্ঠানিক ফল ঘোষণা সম্পন্ন হয়েছে। এতে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ১১ হাজার ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। অন্যদিকে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে ৬ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির।
গতকাল বৃহস্পতিবার সারাদিন ভোট গ্রহণ শেষে রাত ৮টা থেকে শুরু হওয়া গণনা শেষ হয় আজ শুক্রবার সকাল ৮টায়। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। জিএস পদে শিবিরের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। আর এজিএস পদে ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট।
হল সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। ঘোষিত ফলাফলে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলেই ভিপি, জিএস ও এজিএস পদে জয়ী হয়েছেন ওই প্যানেলের প্রার্থীরা। নারী হলগুলোতেও একই প্যানেলের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন।
রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে এবার মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ। নারী হলগুলোতে ভোটের হার ছিল ৬৩ দশমিক ২৪ শতাংশ।
নির্বাচনে মোট ১০টি প্যানেলের ২৪৭ জন প্রার্থী রাকসুর ২৩ পদে, ১৭টি হলের ১৫ পদে ৫৯৭ জন প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।