Logo

ক্যাম্পাস

তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ২১:৪৮

তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সাথে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা জানিয়ে অংশ নেন।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মিছিল শুরু হয়। এরপর ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক সংলগ্ন বিশ্বজিৎ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ মিছিল শেষ হয়।

এসময় ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুর হাকিম আকাশ বলেন, 'নির্বাচনের ইশতেহার ঘোষণার পূর্বেই নভেম্বরের মধ্যেই তিস্তা পরিকল্পনার দৃশ্যমানের কাজ দেখতে চাই। যদি এ পরিকল্পনা বাস্তবায়ন না করা হয় শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় সম্পূর্ণ ঢাকা শহর অচল করে দেব। নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার দৃশ্যমান দেখতে চাই। অন্যথায় ঢাকা শহর অচল করে দেবো।'

আরেক শিক্ষার্থী শাহাদত হোসেন স্বপন বলেন, ‘আমি বাংলাদেশের সবচেয়ে বৈষম্যে জর্জরিত বিভাগের মানুষ। আমি সেই কৃষক বাবার সন্তান যার ফসল ৬ মাসই পানির নিচে থাকে। আমি সেই মায়ের সন্তান যে বন্যার সময় সন্তানের মুখে খাবার তুলে দিতে পারিনা। আমাদের বলা মঙ্গাপীড়িত জেলার মানুষ। কিন্তু আমরা মঙ্গাপীড়িত নই আমাদের উপর মঙ্গা চাপিয়ে দেওয়া হয়েছে।’

ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘আমি তিস্তাপারের সন্তান। আমি বুঝি তিস্তাপারের মানুষের দুঃখ। আমরা ঘুমাতে যাই শুকনা ঘরে আমরা সকলে দেখি পানির ভেতর। আমরা ভারতীয় এই ফ্যাসিবাদকে রুখে দিতে চাই। আমরা চাই ভারতের সাথে সম্পর্ক হোক ন্যায্যতার ভিত্তিতে। আপনারা যদি তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারেন তাহলে আমাদের গুলি করে মেরে ফেলুন।’

  • জেএন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নদী ভাঙন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর