গবিতে বিনামূল্যে রেবিস টিকাদান ও স্বাস্থ্য পরীক্ষা
গবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪১
ছবি : বাংলাদেশের খবর
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয় হেলথ ক্লাব (জিবিএসসি) ‘পদক্ষেপ নিন : আপনি, আমি, আমরা সবাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে পোষা প্রাণীর বিনামূল্যে রেবিস টিকাদান ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি আয়োজন করেছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঘোড়াপীর মাজার এলাকায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে মোট ১০৫টি বিড়াল ও ২৬টি কুকুরকে রেবিস প্রতিরোধে টিকা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। প্রাণীস্বাস্থ্য সেবা পরিচালনা করেন পেট প্র্যাক্টিশনার ও খামার পরামর্শক ডা. এ আর এম বেনী আমীন। এ সময় উপস্থিত মালিকদের মাঝে সচেতনতামূলক হ্যান্ডবিলও বিতরণ করা হয়।
নিজ পোষা প্রাণীকে নিয়ে সেবা নিতে আসা মাহবুব বলেন, “এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। কারণ, পোষা প্রাণীরা আমাদের পরিবারের অংশ। তাদের সুরক্ষা নিশ্চিত করা মানে আমাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করা।”
গণবিশ্ববিদ্যালয় হেলথ ক্লাবের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আয়েশা রহমান অর্পা বলেন, “রেবিস একটি মারাত্মক রোগ, যা কুকুর-বিড়ালের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। প্রাণীদের টিকাদানের মাধ্যমে রেবিস নিয়ন্ত্রণ করা গেলে মানবসমাজও নিরাপদ থাকবে। রেবিসমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
ক্লাবের সভাপতি ফারিয়া হক বর্ষা বলেন, “রেবিস প্রাণঘাতী হলেও এটি পুরোপুরি প্রতিরোধযোগ্য। মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিন ক্ষেত্রের সমন্বিত সচেতনতা গড়ে তুললেই আমরা ‘জিরো রেবিস’ লক্ষ্য অর্জন করতে পারব। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনার পোষা প্রাণী ও পথের কুকুরদের টিকা দিন, সমাজকে নিরাপদ রাখুন।”
কর্মসূচির সার্বিক সহযোগিতা প্রদান করে হিউমেন্স পাওয়ার ইনিশিয়েটিভ, স্বাস্থ্য অধিদপ্তর, প্রাণীসম্পদ অধিদপ্তর, ওয়ান হেলথ সচিবালয়, ওয়ান হেলথ বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)।
শরিফুল ইসলাম রিফাত/এমএইচএস

