Logo

ক্যাম্পাস

জবি ছাত্রদল নেতাকে গলা কেটে হত্যা, প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৮:৩৮

জবি ছাত্রদল নেতাকে গলা কেটে হত্যা, প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ছাত্র এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদকে গলা কেটে হত্যার ঘটনায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে জিয়া মোড় থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক আটকে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত করে।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘জুবায়েদ হত্যার ফাঁসি চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরলো, কেন—ইন্টারিম জবাব দাও’, ‘শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না’, ‘রশি লাগলে রশি নে, খুনিদের ফাঁসি দাও’ ইত্যাদি স্লোগান দেন।

ইবি ছাত্রদলের সদস্য-সচিব মাসুদ রুমি মিথুন বক্তৃতায় বলেন, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারা কারা, আমরা জানতে চাই। ইন্টারিম সরকারকে বলছি — জুবায়েদের হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

একই সময়ে ইবি শিক্ষার্থী সাজিদাব্দুল্লাহ বলেন, ‘খুনিরা এখনও ধরা হয়নি। আমরা এই সরকার ও প্রশাসনকে আর সময় দেবো না — দ্রুত খুনিদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আমরা জুলাই পরবর্তী শান্তিপূর্ণ বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু একের পর এক ছাত্রদল নেতাকে হত্যা করা হচ্ছে। ছাত্রদল নেতা সাম্যের হত্যার পর আজ জবি ছাত্রনেতা জুবায়েদকে হত্যা করা হয়েছে। ইবি ছাত্রদল এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। অন্যথায় শাটডাউনসহ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। ইবি প্রশাসন যদি দ্রুত বিচার করতে না পারে, তাদেরকে ক্যাম্পাসের বাইরে, মেইন গেট বা আমবাগানে অফিস করতে হবে। ইবির ১৮ হাজার শিক্ষার্থী জানতে চায় — কী কারণে খুনিরা এখনও গ্রেপ্তার হয়নি। হলে নিরাপত্তা বাড়াতে হবে; না হলে অনিশ্চয়তার মধ্যে থাকা চলবে না।’

সমাবেশ শেষে ছাত্রদল সংক্ষিপ্ত সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে এবং পরে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে।

এস.এম. শাহরীয়ার স্বাধীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল হত্যা / খুন বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর