আবাসন ও বাকসু নির্বাচনের দাবিতে বাকৃবি ছাত্রশিবিরের ৬ দফা

বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৮:৪৭
-68f5a2d44b8f5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবাসন সংকট, ছাত্র সংসদ নির্বাচনসহ ছয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা।
রোববার (১৯ অক্টোবর) সংগঠনের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. শহিদুল হকের কাছে দাবিপত্রটি জমা দেয়।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে— আবাসন সংকট সমাধান, পূর্ণাঙ্গ হেলথ কেয়ার স্থাপন ও চিকিৎসা সহায়তা ফান্ড গঠন, হল ডাইনিং ও ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, ভাঙা রাস্তা মেরামত ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা, টিএসসিতে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ব্যবস্থা এবং ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন আয়োজন।
শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনূস বিন হোসাইন খান বলেন, ‘আমরা যে ছয় দফা দাবি জানিয়েছি, তা শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও কল্যাণের সঙ্গে সরাসরি যুক্ত। প্রশাসন ইতিবাচক মনোভাব দেখিয়েছে। আশা করি, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’
জয় মণ্ডল/এআরএস