Logo

ক্যাম্পাস

জবি শিক্ষার্থী খুন : ছেলের জানাজায় কেঁদে কেঁদে যা বললেন বাবা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৫:১৭

জবি শিক্ষার্থী খুন : ছেলের জানাজায় কেঁদে কেঁদে যা বললেন বাবা

ছবি : বাংলাদেশের খবর

‘আমার ছেলের নাম জুবায়েদ হোসেন। আমি ডাকতাম জুবু। আমি যখন ঢাকায় আসতাম, জুবুর কাঁধে ভর দিয়ে হাঁটতাম। আজকে আমার জুবু নাই। জুবুর মাকে আমি কী বুঝ দেব! অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর।’ কাঁদতে কাঁদতে এভাবেই কথাগুলো বলছিলেন টিউশনের বাসায় হত্যার শিকার জবি শিক্ষার্থী জুবায়েদের বাবা মো. মোবারক হোসেন।

সোমবার (২০ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজের পূর্বে তিনি এসব কথা বলেন।

জুবায়েদের বাবা আরও বলেন, আমি আমার ছেলেকে দিয়েছিলাম ইউনিভার্সিটিতে লেখাপড়া করে অনেক বড় হবে। কিন্তু আজকে আমার ছেলে লাশ। আমি বাবা এখনও বেঁচে আছি। সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।

কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার বয়স ৫৮ বছর। জীবন-যৌবনের ফসল শেষ। আমি প্রকৃত খুনির বিচার চাই। ড. ইউনূস, প্রধান উপদেষ্টার কাছে আমি প্রকৃত খুনির বিচার চাই।

জুবায়েদের বাবা আরও বলেন, ডিজি মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন আমার ছেলে হত্যার বিচার হবে। বলেছেন, ‘আপনি ধৈর্য ধরুন।’ আমি আমার ছেলেকে বাড়িতে নিয়ে যাবো। আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের কাছে আমি ঋণী।

এ সময় উপস্থিত ছাত্র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির বলেন, আমরা সমবেদনা জানাচ্ছি। এ মাসের ৩ তারিখে আরেক জবি শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। গণঅভ্যুত্থান ৫ আগস্টের পরে ৪ জন ছাত্রদল নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। দেশের বিচারব্যবস্থা ও আইন কর্মকর্তাদের ওপর ভরসা রাখতে হবে। প্রকৃত আসামিদের বিচার হওয়া উচিত। আমরা বিশ্বাস করি, খুব দ্রুত সময়ে প্রকৃত দোষীদের শনাক্ত করে ঘাতকদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমরা গভীরভাবে শোকাহত। শুরু থেকেই আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করছি। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও শাখা ছাত্রশিবির, বাগছাস, ছাত্র অধিকার, আপ বাংলাদেশসহ অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার রাজধানীর আরমানিটোলা এলাকায় টিউশনের বাসায় হত্যার শিকার হন জবি শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় রোববার রাত ১১টার দিকে ছাত্রী বর্ষাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

জান্নাতুন নাইম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর