Logo

ক্যাম্পাস

আদালতে তোলা হয়েছে জুবায়েদ হত্যার আসামিদের

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৬:০৫

আদালতে তোলা হয়েছে জুবায়েদ হত্যার আসামিদের

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেনের হত্যার আসামিদের আদালতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বংশাল থানা থেকে বর্ষা এবং চক বাজার থানা থেকে মাহির ও আয়লানকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয় তাদের।  

এদিকে মঙ্গলবার জুবায়েদ হত্যার অভিযুক্ত আসামিদের কোর্টে তোলার খবর পেয়ে উত্তাল ছিল জবি ক্যাম্পাস। হত্যাকারীদের বিচারের দাবিতে কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল  করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর পৌনে ৩টায় ক্যাম্পাস থেকে শুরু হয় এ মিছিল। এরপর ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ মিছিল।

এর আগে, জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা (১৯) ও বর্ষার প্রেমিক মো. মাহির রহমানসহ (১৯) ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বংশাল থানায় এ মামলা দায়ের করেন নিহত জুবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত। মামলার অন্য আসামিরা হলেন ফারদীন আহম্মেদ আয়লান (২০) ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জন। এ মামলার এজাহারে উল্লেখিত ৩ আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

জেএন/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদালত হত্যা / খুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর