থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনার ৯ দিন পর বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৮
ছবি : সংগৃহীত
থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ৯ দিন পর মারা গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৯–২০ শিক্ষাবর্ষের পশুপালন অনুষদের ইন্টার্নশিপ শিক্ষার্থী ও শাহজালাল হলের আবাসিক ছাত্র জাকারিয়া হোসাইন সাঈদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইন্টার্নশিপ প্রোগ্রামের অংশ হিসেবে সাঈদ গত ৫ আগস্ট থাইল্যান্ড যান। সেখানে ১৪ অক্টোবর সড়ক দুর্ঘটনায় তিনি ও আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হন এবং স্থানীয় হাসপাতালে ভর্তি হন। কিছুদিন চিকিৎসাধীন থাকার পর সাঈদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে (প্রায় রাত ৩টা ৩০ মিনিটে) নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ আসরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
জাকারিয়া হোসাইন সাঈদের মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, সহপাঠী ও প্রশাসনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
জয় মণ্ডল/এআরএস

