Logo

ক্যাম্পাস

ইসকন নিষিদ্ধের দাবিতে গোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ২০:২৯

ইসকন নিষিদ্ধের দাবিতে গোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা। ছবি : বাংলাদেশের খবর

হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা। গাজীপুরের টঙ্গীতে এক মসজিদের ইমাম ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তাকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় শিক্ষার্থীরা এ সংগঠন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন।

শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট ঘুরে গোল চত্বরে শেষ হয়।

এ সময় তারা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘একটা একটা ইসকন ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ইসকের আস্তানা, এ ক্যাম্পাসে হবে না’সহ নানা স্লোগান দেন।

মিছিল শেষে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গাজীপুরের টঙ্গীর এক মসজিদের ইমামকে অ্যাম্বুলেন্সে করে পঞ্চগড় পর্যন্ত নিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসন সেখানে কী করছিল। নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল। এগুলোর প্রতিটি দিক ব্যাখ্যার দাবি করি। 

তিনি আরও বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলামের ওপর যে বর্বর হামলা ও হত্যাকাণ্ড ঘটেছে তা আমরা ভুলিনি। কীভাবে সেই সন্ত্রাসী আচরণ চলতে দিল, সে সম্পর্কে স্পষ্ট জবাব প্রয়োজন। প্রশাসন যদি চীনময়ী ঘটনার মতো অব্যবস্থাপনায় শিথিলতা প্রদর্শন করে, তাহলে জনগণের মধ্যে গভীর অসন্তোষ ও অসন্তুষ্টি বাড়বে। 

শিক্ষার্থী রায়হান বলেন, আমরা শান্তি ও নিরাপত্তা চাই। তাই দায়িত্বশীল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিয়ে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করার আহ্বান জানাই। যদি নিরুৎসাহ বা সমাধান না দেওয়া হয়, তাহলে জনগণের মধ্যে আরও শক্ত গণপ্রতিবাদ দেখা দিতে পারে।

এ সময় বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গোবিপ্রবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর