Logo

ক্যাম্পাস

জাতীয় সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের চমক

Icon

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৫:৪৮

জাতীয় সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের চমক

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) সায়েন্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ‘দ্বিতীয় জিএসটিইউ জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৫’-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সায়েন্স ক্লাব। প্রতিযোগিতায় নোবিপ্রবি থেকে অংশ নেওয়া ৩ শিক্ষার্থীই পুরস্কার পেয়েছেন।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) ‘দ্বিতীয় জিএসটিইউ জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৫’ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এদিকে অনুষ্ঠানের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন গোবিপ্রবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শিক্ষার্থী ও সায়েন্স ক্লাবের ফিনান্সিয়াল সেক্রেটারি তাহমিনা ইসলাম লিউনা। একই প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হন বিশ্ববিদ্যালয়টির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের শিক্ষার্থী ও ক্লাবের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং অফিসার মমিনুল ইসলাম মমো।

এছাড়া, থ্রি মিনিটস রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের শিক্ষার্থী ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তামান্না আক্তার।

এই সাফল্য সম্পর্কে ক্লাবের সাধারণ সম্পাদক সাদমান রাকিন বলেন, ‘আমাদের ৩ জন প্রতিনিধি অংশ নিয়ে ৩ জনই পুরস্কার অর্জন করেছে—এটা নোবিপ্রবির জন্য বড় অর্জন।’

ক্লাবের সভাপতি সুবাহ তাসনিয়া বলেন, ‘এ অর্জন সদস্যদের মেধা, পরিশ্রম ও দলগত প্রচেষ্টার ফল। আমরা গবেষণা ও উদ্ভাবনী বিকাশে আরও অগ্রসর হতে চাই।’

মো. আবদুল্লাহ আল নাঈম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নোয়াখালী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর