Logo

ক্যাম্পাস

রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৯:১৫

রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন

ছবি : বাংলাদেশের খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। 

৩৫ বছর পর পুনরায় গঠিত রাকসু ও সংশ্লিষ্ট হল সংসদের নবনির্বাচিত নেতাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের এই অনুষ্ঠানকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

রোববার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত ভিপি, জিএসসহ রাকসু ও প্রতিটি হল সংসদের প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।

শপথের আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 

এরপর নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানান উপাচার্য, প্রো-ভিসি, ট্রেজারারসহ শিক্ষক প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘রাকসু বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার প্রাণকেন্দ্র। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি বেছে নিয়েছে, এখন তাদের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা।” তিনি আরও আহ্বান জানান, রাকসু যেন রাজনীতির পরিবর্তে গঠনমূলক নেতৃত্বের মডেল তৈরি করে শিক্ষাঙ্গণে সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ গড়ে তোলে।’

এসময় নবনির্বাচিত রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার এবং অন্যান্য নেতৃবৃন্দ দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। শপথের পর নির্বাচিতদের মধ্যে আনন্দমুখর পরিবেশ বিরাজ করে, তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে নতুন অধ্যায়ের সূচনা উদযাপন করেন।

শপথ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাবেক রাকসু নেতারা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিন শপথের মাধ্যমে রাকসু ও হল সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

  • পিটার মিখাইল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর