Logo

ক্যাম্পাস

সিটি ইউনিভার্সিটি উপাচার্য

হামলায় ২০-২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে, ক্লাস পরীক্ষা বন্ধ

Icon

আরিফুল ইসলাম সাব্বির, সাভার

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৭:২৮

হামলায় ২০-২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে, ক্লাস পরীক্ষা বন্ধ

ছবি : বাংলাদেশের খবর

ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হামলায় অন্তত ২০-২৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে সিটি ইউনিভার্সিটির কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান তিনি।

উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, সিটি ইউনিভার্সিটিতে হামলা করতে আসা ড্যাফোডিল ইউনিভার্সিটির ৫-৬ জন শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আটকে রেখেছিলো তারা অসুস্থ হওয়ায় পরে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আরো ১১ জনকে আটকে রেখেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য স্বশরীরে এখানে এসে ক্ষতি সরজমিনে পর্যবেক্ষণ করবে এবং তার কাছেই ১১ জনকে হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল রোববার রাতে থুতু ফেলার ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির দুজন শিক্ষার্থীর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।  বিষয়টি রাত ১০ টার দিকে সমাধান হয়ে যায়। কিন্তু রাত ১০ টার পর থেকে ভোর ৪ টা পর্যন্ত ড্যাফোডিলের অসংখ্য দুষ্কৃতকারী শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটিতে হামলা চালায়। তারা ইউনিভার্সিটির প্রধান ফটক ভাংচুর করে। সীমানা প্রাচীর ভাংচুর করেছে। এছাড়া ১৩ টির মতো গাড়ি পুড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, হামলাকারী শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে ভিসি, প্রোভিসি, রেজিস্ট্রারসহ অফিসের সকল কম্পিউটার ভাংচুর করে। গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করেছে। রাত সাড়ে ৪ টার দিকে ক্যাম্পাসে এসে হতভম্ব হয়ে যাই। শিক্ষার্থীদের দ্বারা এমন কাজ কিভাবে সম্ভব। এরপর ড্যাফোডিলের উপাচার্যকে বিষয়টি জানিয়ে একজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ করা হয়।

তিনি বলেন, পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হলেও তারা কোন সহযোগিতা করেনি। হামলায় আমাদের ২৫-২৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আরো প্রায় শতাধিক আহত হয়েছেন। তারা শিক্ষার্থীসুলভ আচরণ করেনি। যাদের ধরা হয়েছে তারা যখন ভাংচুর চালাচ্ছিল তখন তাদের ধরা হয়েছে। তারা শুধু শিক্ষার্থী নয় শিক্ষার্থী কি লেপটপ, কম্পিউটার, এসি এগুলো কি চুরি করতে পারে? আমরা চাই ড্যাফোডিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে। সমাধান নাহলে আইনের আশ্রয় নিবো। ২০-২৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ইউজিসি থেকে প্রতিনিধি দল আসতেছেন বিষয়টি পর্যবেক্ষণের জন্য।

তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আজকের জন্য সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। সিন্ডিকেট সভা পরে ক্লাস পরীক্ষার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আরিফুল ইসলাম সাব্বির/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর