দায়ীদের শনাক্তে ড্যাফোডিল কর্তৃপক্ষ চায় সিটি ইউনিভার্সিটির ফুটেজ
আরিফুল ইসলাম সাব্বির, সাভার
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৭:৩৬
					ড্যাফোডিল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান।
ড্যাফোডিল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান বলেছেন, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ড্যাফোডিলের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত সাম্প্রতিক সংঘর্ষের দায়িত্ব নির্ধারণে বিশ্ববিদ্যালয়ের ফুটেজ প্রয়োজন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঘটনার সূত্রপাত একটি সামান্য বিষয়—ড্যাফোডিলের একজন শিক্ষার্থীর গায়ে থুথু পড়ার ঘটনায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরপর ড্যাফোডিলের হোস্টেল ‘ব্যাচেলর প্যারাডাইজ’-এ সংঘবদ্ধ আক্রমণ ঘটে, যার ফলে পরিস্থিতি ক্রমশ গুরুতর পর্যায়ে পৌঁছায়।
তিনি বলেন, ‘সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মব আকারের উপস্থিতি এবং সংঘবদ্ধ আচরণের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়েছে। সঠিকভাবে কার দায়িত্ব কারা নিয়েছে তা চিহ্নিত করতে সিটি ইউনিভার্সিটির সহায়তা প্রয়োজন। তারা আমাদের ফুটেজ দিলে শিক্ষার্থীদের শনাক্ত করা সম্ভব হবে।’
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আক্রমণের সময় অন্তত ৩ জন শিক্ষার্থীকে চিকিৎসা করা হয়েছে। পরিচালক বলেন, ‘মানবিকভাবে আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরও এটি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দায় নির্ধারণ অবশ্যই হবে। তবে এখন প্রথম ও প্রধান কাজ হলো জিম্মি শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করা এবং পরিস্থিতি শান্ত রাখা।’
এআরএস

