Logo

ক্যাম্পাস

ঢাবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

Icon

ঢাবি প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ২০:৫৭

ঢাবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ‘দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানসিক স্বাস্থ্য সেবার সহজলভ্যতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস)-এর যৌথ উদ্যোগে নাসিরুল্লাহ ফাউন্ডেশন কনফারেন্স হলে এ সেমিনার হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন-স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। সভাপতিত্ব করেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইচডি। সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক লিজা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ‘স্বাস্থ্য খাতে ক্লিনিক্যাল সাইকোলজির গুরুত্ব অপরিসীম। দক্ষ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তৈরি করতে হাসপাতালগুলোতে ক্লিনিক্যাল প্লেসমেন্টের সুযোগ বাড়াতে হবে। যারা ডাক্তার হচ্ছেন, তাদেরও ক্লিনিক্যাল সাইকোলজির বিষয়গুলো ভালোভাবে বুঝে আরও মানবিক চিকিৎসক হতে হবে।’

তিনি সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর শিশুদের মানসিক ট্রমা মোকাবিলায় ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ভূমিকার প্রশংসা করেন।

বিশেষ অতিথি জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বলেন, ‘বিভিন্ন দুর্যোগ থেকে সৃষ্ট ট্রমা মানুষের মানসিক স্বাস্থ্যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। অনেকেই বুঝতে পারেন না যে তাঁদের পেশাদার মানসিক স্বাস্থ্যসেবা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।’

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহানূর হোসেন। তিনি বলেন, ‘দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হলে হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লিনিক্যাল প্লেসমেন্টের সুযোগ বাড়ানো জরুরি।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের দেশে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সংখ্যা অপ্রতুল। দুর্যোগকালে মানসিক স্বাস্থ্যসেবা জোরদার করতে আরও দক্ষ জনবল তৈরি করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবে।’

সেমিনারে উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রো-ভিসি ও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অনারারি অধ্যাপক ড. মুহাম্মাদ মাহমুদুর রহমান, অধ্যাপক কামাল উদ্দীন আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. এম. কামরুজ্জামান মজুমদার, সহকারী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান মিসেস জোবেদা খাতুন, প্রভাষক মো. আশিকুর রহমান, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. জহির উদ্দীনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯২ সাল থেকে প্রতিবছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালিত হচ্ছে। বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা বিস্তারে কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বিসিপিএস, যারা ১৯৯৭ সাল থেকে এই দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। এবছরও মাসব্যাপী সচেতনতা কার্যক্রম হাতে নিয়েছে তারা।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর