Logo

ক্যাম্পাস

কুবি হল সংসদে অনাবাসিকদের প্রার্থীতা বাতিলের দাবিতে আবাসিকদের বিক্ষোভ

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১২:০৩

কুবি হল সংসদে অনাবাসিকদের প্রার্থীতা বাতিলের দাবিতে আবাসিকদের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (কুকসু) এর হল সংসদ নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। 

বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বিজয়-২৪ হল থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে বিজয়-২৪ হল, কাজী নজরুল ইসলাম হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা ‘অনাবাসিক প্রার্থীতা- মানি না, মানবো না’, ‘হলের ভোটার হলে হলে- হল কেন বাহিরে যাবে’, ‘প্রশাসনের প্রহসন- মানি না, মানবো না’ ইত্যাদি স্লোগান দেন। মিছিল শেষে তারা প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী মো. আজহারুল রহমান বলেন, ‘প্রশাসন একটি খসড়া গঠনতন্ত্র প্রকাশ করেছে, যেখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত ব্যাখ্যা করা হয়নি। হল সংসদ নির্বাচনে প্রার্থী এবং ভোটার উভয়কেই অবশ্যই আবাসিক হতে হবে। হলের সাধারণ সমস্যাগুলো যারা হলে থাকে, কেবল তারাই জানে। বাইরে থেকে যারা প্রার্থী বা ভোটার হন, তারা প্রকৃত সমস্যা বুঝতে পারবে না। তাই আমরা চাই, শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীরাই হল সংসদে ভোটার এবং প্রার্থী হতে পারুক।’

কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী মো. এমরান বলেন, ‘খসড়া প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছিলাম যে, হল সংসদে শুধু আবাসিক শিক্ষার্থীরাই প্রার্থী ও ভোটার হতে পারবে। কিন্তু প্রশাসন আমাদের মতামত উপেক্ষা করে এমন খসড়া প্রকাশ করেছে। অনাবাসিকদের অন্তর্ভুক্ত করা হলে হলের সমস্যা বোঝার অধিকার থাকা শিক্ষার্থীদের ভোটারিত্ব প্রভাবিত হবে।’

আরেক আবাসিক শিক্ষার্থী ফাহিম আবরার বলেন, ‘হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ এক নয়। কেন্দ্রীয় সংসদে সবাই ভোট দিতে পারে, কিন্তু হল সংসদে ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার শুধুমাত্র আবাসিকদের থাকা উচিত। অনাবাসিকদের অন্তর্ভুক্ত করা হলে প্রার্থীদের দায়িত্ব বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত ভোট কাস্টিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত হতে পারে।’

উল্লেখ্য, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ২৯ অক্টোবর কুকসুর গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করা হয়।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর