Logo

ক্যাম্পাস

সিন্ডিকেটে ইকসু গঠনতন্ত্র পাস, পাঠানো হচ্ছে ইউজিসিতে

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৮:৪৬

সিন্ডিকেটে ইকসু গঠনতন্ত্র পাস, পাঠানো হচ্ছে ইউজিসিতে

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের গঠনতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় পাস হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গঠনতন্ত্রটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সিন্ডিকেট সভায় গঠনতন্ত্রটি সর্বসম্মতভাবে অনুমোদন হয়েছে। গঠনতন্ত্র প্রণয়ন কমিটির যা সুপারিশ করেছে তা পাঠানো হয়েছে। এখন রেজুলেশনের কাজ শেষ করে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর অর্ডিন্যান্স আকারে বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত হবে।’

গঠনতন্ত্র সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৫টি পদ থাকবে। এর মধ্যে ২৩টি নির্বাচিত পদ। অন্যদিকে প্রতিটি হল সংসদে থাকবে ১৫টি পদ, যার মধ্যে ১৩টি নির্বাচিত পদ নির্ধারণ করা হয়েছে। শর্ত সাপেক্ষে এমপিল, পিএফডি শিক্ষার্থীদের রাখা হয়েছে। এছাড়াও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকলে ইকসুতে যুক্ত হতে পারবে না বলেও জানা গেছে।

  • এস.এম. শাহরীয়ার স্বাধীন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর