Logo

ক্যাম্পাস

জবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১০ সদস্যের ভর্তি কমিটি গঠন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১১:০০

জবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১০ সদস্যের ভর্তি কমিটি গঠন

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ, ভর্তিসহ সার্বিক তদারকি এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে ১০ সদস্যবিশিষ্ট ‘কেন্দ্রীয় ভর্তি কমিটি’ গঠন করা হয়েছে। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে সভাপতি করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। অন্যান্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ, কলা অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, আইন অনুষদের ডিন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন ও চারুকলা অনুষদের ডিন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ভর্তি কমিটি গঠন করা হয়েছে।

জেএন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর