Logo

ক্যাম্পাস

কুবিতে ফুটবল টুর্নামেন্টে মারামারি, তদন্ত কমিটি গঠন

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৫:৫৪

কুবিতে ফুটবল টুর্নামেন্টে মারামারি, তদন্ত কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মার্কেটিং এবং প্রত্নতত্ত্ব বিভাগের মধ্যে সংঘটিত মারামারির ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এ তথ্য নিশ্চিত করেন।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রক্টর নিজেই, সদস্য সচিব হিসেবে শারীরিক শিক্ষা দপ্তরের ডেপুটি প্রধান মনিরুল আলম এবং সদস্য হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল ইসলাম বিদ্যুৎ।

প্রক্টর জানান, ‘গতকাল (২ নভেম্বর) চিঠি পাওয়ার পরই আমরা তদন্ত শুরু করেছি। দু’পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে এবং ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে মারামারির সঙ্গে যুক্তদের শনাক্ত করা হবে। নতুন কোনো নাম পাওয়া গেলে তাদেরও তদন্তে অন্তর্ভুক্ত করা হবে।’

উল্লেখ্য, ২৩ অক্টোবর এই দুই বিভাগের মধ্যে খেলায় সংঘর্ষের কারণে ম্যাচটি স্থগিত করা হয়। পরে পুরো টুর্নামেন্টও অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। ২৬ অক্টোবর প্রত্নতত্ত্ব বিভাগের খেলোয়াড়রা মার্কেটিং বিভাগকে টুর্নামেন্ট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার দাবি জানান।

কমিটির তদন্তের পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্র নিশ্চিত করেছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর