ঢাবি শিক্ষিকার ছবি বিকৃতির ঘটনায় ইউটিএলের নিন্দা
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ২০:৩৩
					ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুঁইয়া মোনামী’র ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত করে কুরুচিপূর্ণ মন্তব্য করার ঘটনায় নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
সোমবার (৩ নভেম্বর) ইউটিএলের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, শাহবাগ থানায় ভুক্তভোগী শিক্ষিকার দায়ের করা মামলার এজাহার ও বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, একাধিক ফেসবুক আইডি থেকে ধারাবাহিকভাবে শেহরীন আমিন ভুঁইয়ার ছবি বিকৃত করে অশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে। এতে শিক্ষিকা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন।
ইউটিএল নেতৃবৃন্দ বলেন, ‘আমরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি— অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে শুধু অধ্যাপক শেহরীন আমিন ভুঁইয়া নন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষক ও শিক্ষার্থীরাও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। অথচ প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ নেই, যা দুঃখজনক।
ইউটিএল বিশ্বাস করে, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের জন্য নারী শিক্ষক ও শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়, সমাজের সকল স্তরে নারীর প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে এবং সাইবার বুলিংসহ নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিকভাবে সোচ্চার থাকতে।
এর আগে আজ দুপুরে শাহবাগ থানায় সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষিকার ছবি বিকৃত ও মানহানিকর মন্তব্যের জেরে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জেএন/এমএইচএস

