Logo

ক্যাম্পাস

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যা মামলার আসামি বর্ষার জামিন নামঞ্জুর

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৭:১৪

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যা মামলার আসামি বর্ষার জামিন নামঞ্জুর

জুবায়েদ হোসেন। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেন হত্যা মামলার অন্যতম আসামি বার্জিস শাবনাম বর্ষার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী ইশতিয়াক হোসাইন জিপু এ তথ্য নিশ্চিত করেন।

জিপু বলেন, শুনানিতে আসামি পক্ষের আইনজীবী বর্ষাকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন। কিন্তু আমরা বলেছি, জোবায়েদ হত্যার অন্যতম পরিকল্পনাকারী বর্ষা। পরবর্তীতে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

এর আগে, গত ১৯ অক্টোবর বংশাল থানাধীন নুর বক্স লেন এলাকায় টিউশন করাতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন।

এ ঘটনায় ২১ অক্টোবর বংশাল থানায় জুবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, বর্ষার প্রেমিক মাহির রহমান ও ফারদীন আহম্মেদ আয়লানকে আসামি করে মামলা করেন জুবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত। ওইদিনই এ খুনের ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন আসামিরা।

পুলিশ জানায়, প্রেমের দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড হয়েছে। বর্ষার সঙ্গে মাহিরের ৯ বছরের সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন আগে বর্ষা ও জোবায়েদের সম্পর্ক হয়। এতে মাহির ক্ষুব্ধ হয়ে পড়েন।

সম্পর্কের টানাপড়েনের একপর্যায়ে বর্ষা প্রথমে মাহিরকে প্রত্যাখ্যান করলেও পরে আবার যোগাযোগ করে জানান, জুবায়েদকে তার আর ভালো লাগে না। পরে জুবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির।

জেএন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় হত্যা / খুন আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর