ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ২২ ডিসেম্বর। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
বুধবার (৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোস্তফা হাসান এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণার মাধ্যমে এ তথ্য জানান।
বুধবার (৫ নভেম্বর) আচরণ বিধিমালা ও নির্বাচনী তফসিল প্রকাশ, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৯ থেকে ১১ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি; ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৩, ১৬ ও ১৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৪ থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট, ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার; ৯ ডিসেম্বর প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ, ৯ থেকে ১৯ ডিসেম্বর প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, ২২ ডিসেম্বর ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণা।
এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।
প্রসঙ্গত, দীর্ঘ ৩৮ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন হতে চলেছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর আইন প্রণয়ন ও ২৯ অক্টোবর নির্বাচন কমিশন গঠন হয়। ৩০ অক্টোবর নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হয়। গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে এক মত বিনিময় সভায় খসড়া তফসিল প্রদর্শন করা হয়। যেখানে ঘোষিত ২৭ নভেম্বরের পরিবর্তে ১০ ডিসেম্বর নির্বাচনের রোডম্যাপ দেখানো হয়। ঐদিন শাখা ছাত্রশিবির সংবাদ সম্মেলনে ২৭ নভেম্বরে নির্বাচনের দাবিতে অনড় অবস্থান পরিষ্কার করে।
- জেএন/এমআই

