ইউসিটিসিতে ১৩তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৬:১৭
ছবি : বাংলাদেশের খবর
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর ১৩তম একাডেমিক কাউন্সিল সভা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ।
সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মো. ওসমান, বিভিন্ন স্কুল ও বিভাগের ডিন এবং প্রধানগণ, বরেণ্য শিক্ষাবিদরা, রেজিস্ট্রার ও সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা। সভাটি পরিচালনা করেন রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব সালাহউদ্দিন আহমেদ।
সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং অটাম ২০২৫ সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফলাফল সিন্ডিকেটে সুপারিশের জন্য গৃহীত হয়। এছাড়া শিক্ষকদের গবেষণা কার্যক্রম, একাডেমিক মানোন্নয়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে উপাচার্য সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এআরএস

