শুধুমাত্র একটি সংগঠনের মন রক্ষার্থে নির্বাচন ২৬ দিন পিছিয়েছে : জবি ছাত্রশিবির
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৭:১২
ছবি : বাংলাদেশের খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিলে একটি সংগঠনের মন রক্ষার্থে ২৬ দিন নির্বাচন পিছিয়েছে বলে করেছেন শাখা ইসলামী ছাত্রশিবির।
বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব বলেন সংগঠনটির সভাপতি মো. রিয়াজুল ইসলাম।
এসময় রিয়াজুল ইসলাম বলেন, নির্বাচনী তফসিলে নির্বাচনের ২৬ দিন পিছিয়ে ২২ ডিসেম্বর করেছে। যা একটি ছাত্র সংগঠনের মন রক্ষার্থে করা হয়েছে বলে আমরা মনে করি। এর মাধ্যমে নির্বাচন কমিশন শিক্ষার্থীদের সাথে সরাসরি প্রতারণা করেছে।
তিনি বলেন, ‘শিক্ষকদের এমন পক্ষপাতিত্ব আমাদের প্রত্যাশা ছিল না। আমরা শিক্ষার্থী হিসেবে ব্যথিত। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা নিয়ে আমরা নির্বাচনে অংশ নিব। আমরা প্রত্যাশা করব, প্রশাসন আর কোনো পক্ষপাতিত্ব করবেন না। আমরা চাইনা আমাদের কোনো কাজের মাধ্যমে নির্বাচন বানচাল হোক। আমরা সার্বিক বিবেচনায় ২২ ডিসেম্বর নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত।’
এর আগে, দুপুরে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলে আগামী ২২ ডিসেম্বর নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
- জেএন/এমআই

